চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ ও সাবেক সহ–সভাপতি এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরীর কবর জেয়ারত করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সহ–সভাপতি মুজিবুর রহমান সিআইপি। গতকাল শুক্রবার বিকেলে গরীব উল্লাহ শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সৈয়দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, গন্ডামারা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শামসুল আলম ছিদ্দিকী, সাধনপুর আওয়ামী লীগ সভাপতি আমান উল্লাহ চৌধুরী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, আওয়ামী লীগ নেতা শাহদাৎ ফারুক, মো. ইউসুফ চৌধুরী, জসিম উদ্দিন খোকন, পুকুরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদুল ইসলাম লিটন, বাঁশখালী ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক, প্রকৌশলী রোকন উদ্দিন, ওয়াসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।