প্রমোতোষ বড়ুয়া

| বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

আনোয়ারা তালসরার প্রয়াত শিক্ষক প্রিয়রঞ্জন বড়ুয়ার সন্তান, সওজ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রমোতোষ বড়ুয়া (৬২) গতকাল মঙ্গলবার সকালে নগরীর নিজবাসায় পরলোকগমন করেন। তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।

প্রয়াত প্রমোতোষ বড়ুয়া বাঁশখালী জলদীর অব. প্রধান শিক্ষক অনন্তমোহন বড়ুয়ার জামাতা এবং প্রকৌশলী- অপু বড়ুয়ার ভগ্নিপতি। আজ বুধবার প্রয়াতের নিজগ্রাম তালসরায় অনিত্যসভা শেষে দাহকার্য সম্পাদন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিরল সফরে ইরানে পুতিন
পরবর্তী নিবন্ধপ্রকৌশলী মানস কুমার বড়ুয়া