প্রমিতি সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি বিভাগের সমাবর্তন

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

শুদ্ধতার বুননে আমাদের স্বপ্নালোক’এই স্লোগানের প্রতিপাদ্য নিয়ে গত শনিবার প্রমিতি সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি বিভাগের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আবর্তনের সমাবর্তন অনুষ্ঠান হাটহাজারী থানার অর্ন্তগত চৌধুরীহাট ইনফিনিটি স্পোর্টস এ্যারিনাতে অনুষ্ঠিত হয়। প্রমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় এবং সহ সাধারণ সম্পাদক সাজু মল্লিকের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠনের শুরুতে জাতীয় সংগীত এবং প্রমিতির সকল আবর্তনের অংশগ্রহণে দলীয় পরিবেশনার মাধ্যমে। সমাবর্তন অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের, সমাজ সেবক সিরাজুল ইসলাম রাশেদ, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। প্রমিতির শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৪টি আবর্তনের সমাপনী পরীক্ষায় ৫০ জন উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। সনদপ্রাপ্ত শিল্পীদের একক আবৃত্তি, দলীয় নৃত্য পরিবেশন করে। সমাপনী পর্বে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি বনকুসুম বড়ুয়া এবং বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সদস্য মোহিনী সংগীতা সিংহ একক আবৃত্তি পরিবেশন করার পরপর প্রমিতির সদস্যদের একক ও আমন্ত্রিত নগরফুল নৃত্য শিল্পীদের পরিবেশন এবং প্রমিতির দলীয় নৃত্য পরিবেশনা দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমাবর্তন অনুষ্ঠান সহযোগিতা করেছেন বিল্ডর্মাক ও ইনফিনিটি স্পোর্টস এ্যারিনা। সার্বিক সহযোগিতা মর্নিং ডিউ স্কুল এন্ড কলেজ, এস এম আসাদ এবং গাজী সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ
পরবর্তী নিবন্ধরাহাত্তারপুলে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার