প্রমিজিং অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) আয়োজিত প্রমিজিং অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট আগামী সপ্তাহে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে। এ টুর্নামেন্টে প্রতি দলে ১৬ জন ক্রিকেটারের মধ্যে ৯ জন অনূর্ধ্ব-১৪ এবং বাকী ৭ জন অনূর্ধ্ব-১৬ ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে হবে।
তবে প্রতি ম্যাচে ৬ জন অনূর্ধ্ব-১৪ এবং ৫ জন অনূর্ধ্ব-১৬ ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক। অংশগ্রহণে আগ্রহী ক্রিকেট অ্যাকাডেমি বা ক্লাবসমুহকে আগামী ১৯ মার্চ সন্ধ্যা ৭টার মধ্যে ৬০০০/- টাকা এন্ট্রি ফিসহ টুর্নামেন্টের আহবায়ক সাইফুল্লাহ্‌ চৌধুরীর (০১৯১৯-৩৭১৬৫৭) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো কেএসআরএম ৬ষ্ঠ গলফ টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রথম ম্যাচ কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে