প্রমা আবৃত্তি উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে প্রমা আবৃত্তি সংগঠনের তিনদিনব্যাপী বর্ষপূর্তি আবৃত্তি উৎসব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উৎসব উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়সী রায়ের কন্ঠে আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, নারীনেত্রী নুরজাহান খান, ইন্দো বাংলাদেশ কালচারাল সেন্টারের সভাপতি বিদ্যুৎ দেবনাথ, কবি মালেক মুস্তাকিম, রেজিনা ওয়ালি লীনা, আযহারুল হক আজাদ, নুর নবী। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা ৩৪ বছরের পথচলায় প্রমা আবৃত্তি সংগঠন শুদ্ধ সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রমার তিনদিনের এই উৎসবে কলকাতা ও মেদেনীপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবৃত্তিশিল্পীরা অংশগ্রহণ করবেন। সংগঠনটি চট্টগ্রামসহ সারাদেশে তাদের যাত্রা অব্যাহত রেখে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়। উদ্বোধনী দিনে প্রমা আবৃত্তি সংগঠনের শিশুবিভাগের বৃন্দ আবৃত্তি, বোধনের বৃন্দ পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ এবং ভারত থেকে আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরা আবৃত্তি পরিবেশ করেন। আজ শুক্রবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পর্ব শুরু হবে। বিকালের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিভিন্ন সংগঠন ও শিল্পীরা দলীয় ও একক আবৃত্তি ও গান পরিবেশন করবেন। শনিবার তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল পার হওয়ার আগে বাস উল্টে নিহত ১