ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের উদ্যোগে গত ৬ অক্টোবর নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় ওড়িশী নৃত্য পরিবেশন করেন সেন্টারের শিক্ষার্থীরা। তাদের পরিবেশনায় মুগ্ধ হন শিল্পকলা একাডেমির হলভর্তি দর্শক। এ উপলক্ষে প্রমা অবন্তীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে অতিথি ছিলেন উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সনজীব বড়ুয়া, শান্তামারিয়ম ইউনিভারসিটির নৃত্যকলা বিভাগের প্রভাষক শেখ আবদুর রহমান কচি প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. কুন্তল বড়ুয়া। বক্তারা বলেন, নৃত্য সংস্কৃতির আদি মাধ্যম। মাধ্যমকে যারা বেছে নিয়ে কাজ করছেন, তাদের একজন প্রমা অবন্তী। তিনি ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের মাধ্যমে বিশুদ্ধ ওড়িশী ও রবীন্দ্র আঙ্গিকে নৃত্যচর্চায় সবাইকে উদ্বুদ্ধ করে চলেছেন। তার সুনাম ইতিমধ্যে দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে। শুদ্ধ নৃত্যচর্চা প্রসারের লক্ষে ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের সকল কার্যক্রম। প্রেস বিজ্ঞপ্তি।