বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল বলে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সেটি প্রমাণিত হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাই কোর্টের রায় ঘোষণার পর লন্ডনে থাকা বিএনপি মহাসচিব এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। খবর বিডিনিউজের। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের সবাইকে গতকাল খালাস দিয়েছে হাই কোর্ট। মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, এই রায়ে প্রমাণ হলো, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। তারেক রহমান খালাস পাওয়া স্বস্তি প্রকাশ করে বিএনপি মহাসচিব শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে সারা দেশের দলের নেতাকর্মীদেরকেও দোয়া করার আহ্বান জানান তিনি। শনিবার বিএনপি মহাসচিব সস্ত্রীক লন্ডনে গেছেন। বিএনপির আনন্দ মিছিল : একুশে আগস্ট গ্রেনেড মামলার রায়ে হাই কোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের খালাস দেওয়ায় আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। মহানগর বিএনপিসহ দলের অঙ্গসংগঠনগুলো কয়েক হাজার নেতাকর্মী গতকাল বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মিছিলে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।