ব্যাংক এশিয়া খাতুনগঞ্জ শাখার ১৭৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় প্রভিটা গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী নুরুন্নবী ভুইয়া, তার স্ত্রী সুলেকা ইব্রাহীম ও তাদের পুত্র রিদুয়ানুল হক ভুইয়ার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত ব্যবসায়ী নুরুন্নবী ভুইয়া ও তার স্ত্রী–পুত্রের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারক। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বিবাদীরা ব্যাংকের ঋণ পরিশোধ না করে বিদেশে পাড়ি জমানোর পাঁয়তারা করছেন। বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ১৭৩ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের লক্ষ্যে গত ১২ নভেম্বর বিবাদীদের বিরুদ্ধে মামলা করে ব্যাংক।