ভাষার গানে আশার আলো চাষার মুখে হাসি
ঘাসের নরোম বুকে জমে শিশির রাশি রাশি।
সূর্য ওঠা দিগন্ত লাল শোকের রঙে আঁকা
ভাষার কলি ফোটা ফুলের সুবাস লেগে থাকা।
দিনের শেষে জাগে রাতের আকাশ চন্দ্র তারা
ষড়ঋতুর বাংলা গানে সুরের মোহনা ধারা।
মনের আকুল বাগান জুড়ে ভাষার ফোটে ফুল
শিশুর মুখে ‘মা‘ ডাকখানি আনন্দ অতুল।
হাডুডু বল কানামাছি হলুদ বিকেল বেলা
ভাষার নদী ছলাৎ ছলাৎ ঢেউয়ের অরূপ খেলা।
ডাল পাতা ও শাখায় শাখায় কৃষ্ণচূড়ার লাল
বুকে আঁকা স্মৃতির শহীদ মিনার চিরকাল।
ভাষার ভালোবাসা আপন কৃষ্টি শেকড়–টান
বিশ্বসভায় ধ্বনিত হয় প্রভাতফেরীর গান।