প্রভাতফেরীর গান

দীপান্বিতা চৌধুরী | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

কৃষ্ণচূড়া লাল হয়েছে

একুশ এলো ফাল্গুনে

বর্ণমালা হাসছে দেখ

গান করে সে গুনগুনে।

মাতৃভাষা বাংলা যে তার

সুখ ছড়ালো মনে

জুড়ায় সকল মনের ব্যথা

স্নেহের সঙ্গোপনে।

প্রভাতফেরী প্রভাতফেরী

জ্বালাও মশাল আলো

আমার ভাইয়ের রক্তে রাঙা

সুরটা তুমি তোলো।

উচ্চ রবে বলছি সবে

বাংলা আমার প্রাণ

বাংলা আমার মাতৃভাষা

আমি বাংলায় গাই গান।

পূর্ববর্তী নিবন্ধবাংলা প্রচলনের আহাজারি
পরবর্তী নিবন্ধহৃদয়ে একুশ