প্রবৃদ্ধি কম হলেও নভেম্বরে কিছুটা বেড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য

দেশে উৎপাদন ও বিদেশে বাজার সৃষ্টির চেষ্টা অব্যাহত থাকলে ইতিবাচক পরিবর্তন আসবে

হাসান আকবর | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

তৈরি পোশাকখাত নির্ভর দেশের রপ্তানি বাণিজ্যে মার্কিন শুল্ক আরোপের ঘটনা বড় ধরনের নেতিবাচক আবহের সৃষ্টি করার শংকা দেখা দিলেও দেশের রপ্তানি বেড়েছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ফলে সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকখাত নানাভাবে চ্যালেঞ্জের মুখে পড়লেও দেশের রপ্তানি বাণিজ্য ঠিকঠাকই রয়েছে। তবে প্রবৃদ্ধির পরিমাণ কম বলে উল্লেখ করে সূত্র বলেছে, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ধাক্কা না থাকলে রপ্তানি বাণিজ্যে আরো গতিশীলতা তৈরি হতো। রপ্তানিতে প্রবৃদ্ধি কম হলেও চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিং সূচক বলছে, এক বছরের ব্যবধানে রপ্তানি কিছুটা বেড়েছে। বেড়েছে আমদানিও। গত বছরের নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের নভেম্বরে আমদানিরপ্তানি পণ্য বোঝাই কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অনেকটা তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে আবর্তিত। মার্কিন শুল্কআরোপের ফলে সামপ্রতিক সময়ে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার আমেরিকায় পণ্য রপ্তানি কমেছে। বিশেষ করে শুল্ক আরোপের ফলে দাম বাড়ায় ক্রেতাদের ক্রয়ক্ষমতায়ও প্রভাব পড়েছে। ফলে আগে যে পরিমাণ পণ্য ক্রেতারা কিনতে পারতেন এখন তা পারছেন না। ক্রেতাদের ক্রয়ক্ষমতার ওপর দেখা দেয়া প্রভাবের ধাক্কা দেশের গার্মেন্টস সেক্টরে লাগে। তবে আমেরিকা ছাড়াও ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার রয়েছে। তৈরি হয়েছে নতুন বাজারও। এর ফলে মার্কিন শুল্কারোপে যেভাবে ধাক্কা লাগার শংকা তৈরি হয়েছিল তা থেকে দেশের গার্মেন্টস খাত কিছুটা রক্ষা পেয়েছে।

চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসে ৭০ হাজার ৩৯৬ টিইইউএস কন্টেনার বোঝাই রপ্তানি পণ্য বিদেশে গেছে। চলতি বছরে এসে তা কিছুটা বেড়ে ৭০ হাজার ৯৮৫ টিইইউএস কন্টেনার পণ্য রপ্তানি হয়েছে। গতবছরের তুলনায় এক মাসে রপ্তানি বেড়েছে ৫৮৯ টিইইউএস কন্টেনার পণ্য।

অপরদিকে গতবছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বর মাসে আমদানি বেড়েছে। গত বছরের নভেম্বরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৪৮০ কন্টেনার পণ্য। চলতি বছরে আমদানি হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৯৬ টিইইউএস কন্টেনার পণ্য। গতবছরের তুলনায় আমদানি বেড়েছে ৩১৬ কন্টেনার পণ্য। প্রবৃদ্ধি কম হলেও দেশের আমদানিরপ্তানি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, আমাদের বাণিজ্য ঘাটতি অনেক। দেশের উৎপাদন এবং বিদেশে বাজার সৃষ্টির ধারাবাহিক চেষ্টা অব্যাহত থাকলে ইতিবাচক পরিবর্তন আসবে।

পূর্ববর্তী নিবন্ধআজ লালদীঘি ময়দানে ৮ দলের বিভাগীয় সমাবেশ
পরবর্তী নিবন্ধজয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা