সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি.এ (৭৯) গতকাল সোমবার সকাল ১১ টায় ঢাকার একটি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
তিনি ১৯৮২ সাল থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া ২০০৯ সাল থেকে পর পর তিনবার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে যান। আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা মাঠে ও সকাল ১১ টায় হরিশপুর আইডিয়াল হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনোয়ারুল কবীর, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এক বিবৃতিতে মাস্টার শাহজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।












