প্রবীণ রম্যসাহিত্যিক সত্যব্রত বড়ুয়া আর নেই

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

প্রবীণ রম্যসাহিত্যিক ও কলাম লেখক সত্যব্রত বড়ুয়া আর নেই। তিনি গতকাল সোমবার বিকেল ৪টায় নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, ৫ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার নিজ গ্রামের বাড়ি রাউজানের মহামুনি পাহাড়তলীতে বেলা ২ টায় তাঁর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গতকাল সন্ধ্যায় এক শোক ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান নন্দনকানন বৌদ্ধ মন্দিরে ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক সনজীব বড়ুয়ার সঞ্চালনায় শ্রদ্ধাজ্ঞাপন করেন কবিসাংবাদিক আবুল মোমেন, . মো. আবুল কাসেম, . বেনু প্রসাদ বড়ুয়া, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, শীলা মোমেন, ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া, কবি আশীষ সেন, . কুন্তল বড়ুয়া, জামাল উদ্দিন, অধ্যাপক সরোজ বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, ডা. ওয়াহিদ হাসান, শ্যামল চৌধুরী প্রমুখ। এর আগে তাঁর বাসায় সংক্ষিপ্ত পরিসরে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রফেসর রীতা দত্ত।

সত্যব্রত বড়ুয়া দৈনিক আজাদীর নিয়মিত লেখক। তাঁর রম্যরচনা পাঠকের কাছে জনপ্রিয়। তাঁর রচনায় রসের সঙ্গে কৌতুকও থাকতো। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, বাঁকা চোখে, সবার উপরে মামাই সত্য, ব্যাঙের সর্দি, গাধা কাহিনি প্রভৃতি। সত্যব্রত বড়ুয়ার মৃত্যুতে চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় চোরাই প্রাইভেটকারসহ যুবক গ্রেপ্তার