বাঁশখালী জলদি নিবাসী এবং নগরীর চন্দনপুরার স্থায়ী বাসিন্দা বিশিষ্ট প্যাথলজিস্ট ও সমাজসেবী ডা. জাফরুল হক চৌধুরী গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের ৫৪ তম ব্যাচের ছাত্র ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর শনিবার কাজেম আলী হাই স্কুলের সামনে মিসকিন শাহ্ মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মরহুমের লাশ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












