প্রবীণ আলেমেদ্বীন হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল

আনজুমান ট্রাস্টের শোক প্রকাশ

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জমা’আতের প্রবীণ আলেমেদ্বীন, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা হাফেজ মুহাম্মদ রুহুল আমিন আলকাদেরী (রহ.) গতকাল সকাল ৮.৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বিকাল ৫ টায় পোমরা স্কুল সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী ও আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীনসহ আনজুমান নির্বাহী সদস্য এবং কর্মকর্তাকর্মচারীবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যৌন নিপীড়ন, হাটহাজারীতে আটক ১
পরবর্তী নিবন্ধআলীকদমে অভিযুক্ত চার যুবক গ্রেপ্তার