প্রবীণদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

লেডিস ক্লাবের সভায় বক্তব্য

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ক্লাব কার্যালয়ে ক্লাবের সভানেত্রী খালেদা আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহসভানেত্রী পারভিন জালালের সঞ্চালনায় দিবসটির উপর আলোচনায় অংশ নেন ক্লাবের সহসভানেত্রী সাবিহা মুসা, কোষাধ্যক্ষ সৈয়দা শামীম কাদের সুরমা, রোকেয়া আক্তার বারী, মেহের আফরোজ হাসিনা, ফরিদা ফরহাদ, রওশন আক্তার লুসি, সাহানা আখতার বীথি, রেহানা আকতার জুবিলি, মুনিরা হুসনা, নাজনীন আরা, রোকেয়া চৌধুরী, আশরাফুন্নেসা, লায়লা বেগম, মর্জিনা আখতার প্রমুখ। মাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন অধ্যাপিকা আলেয়া চৌধুরী। পবিত্র কোরআন তেলোয়াত করেন সহকোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ।আলোচনার শুরুতে রওশন আক্তার লুসিকে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সভায় প্রকাশিতব্য ক্লাবের সাবেক সভানেত্রী জিনাত আজম স্মারকগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। এতে জিনাত আজমকে নিয়ে সদস্যাদের লেখা আগামী ২৫ অক্টোবরের মধ্যে ক্লাব কর্মকর্তা আইয়ুব উল্লাহর কাছে জমা দেওয়ার জন্য বলা হয়।

বিশ্ব প্রবীণ দিবস নিয়ে আলোচকরা বলেন, প্রবীণরা আমাদের অভিভাবক। বয়স্করা সমাজের আলোকবর্তিকাস্বরূপ। স্থানীয় ও বৈশ্বিক কর্মকাণ্ডের চালিকাশক্তি। এই প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারে আমাদের গণসচেতনতা সৃষ্টি করতে হবে। যে যার অবস্থান থেকে তাদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে। তাদের সাথে ভাল ব্যবহার, আচারআচরণে প্রজন্মকে উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিকভাবে মর্যাদা দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর নতুন কমিটির সভা
পরবর্তী নিবন্ধগুলিয়াখালী সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন