সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী নুরুল আবসার রুবেলের (২৮) মরদেহ বৃহস্পতিবার রাতে দেশে পৌঁছেছে। বিমানে মরদেহটি ঢাকায় আসার পর সড়ক পথে আনোয়ারার পশ্চিমচাল গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। রাতেই নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গ্রামের
বাড়িতে লাশ পৌঁছার পর স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। পরিবারের ভাগ্য ফেরাতে বিদেশ পাড়ি দেয়া বড় সন্তানের এমন মৃত্যুতে পুরো পরিবার স্তম্ভিত হয়ে পড়েছে। জানা যায়, দেড় বছর আগে আরব আমিরাতে পাড়ি জমান নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রুবেল। চার ভাই, এক বোনের মধ্যে তিনি সবার বড়। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি আমিরাতে গিয়ে একটি রেস্টুরেন্টে কাজ নেন। কিছুদিন আগে একটি নতুন কোম্পানিতে চাকরি হয়। বাড়তি আয়ে দিন বদলের স্বপ্ন দেখছিল পরিবার। কিন্তু গত ৭ জুন বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রুবেল। ৬ দিন আইসিইউতে ছিলেন। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টার সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।
রুবেল আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার নুর মোহাম্মদের ছেলে। তিনি নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া রহ. স্মৃতি সংসদের প্রবাসী সদস্য। নিহত রুবেলের বন্ধু আ ন ম নাসির বলেন, রুবেলে ধ্যানে জ্ঞানে সবসময় ছিল পরিবার। মা–বাবার মুখে হাসি ফোটাতে কম বয়সে বিদেশ গিয়েছিল। স্বপ্নগুলো তার অধরাই রয়ে গেল।