প্রবাসী পুত্রের লাঠির আঘাতে আহত হয়ে মা-বাবা হাসপাতালে

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৭:৪২ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার লস্কর পাড়া এলাকায় প্রবাসী পুত্রের হামলায় বয়োবৃদ্ধ পিতা আবুল কাশেম (৮৬) ও মাতা ছলিমা খাতুন (৭৫) গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় প্রবাসী পুত্র এনায়েত উল্লাহকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। এ ব্যাপারে গুরুতর আহত আবুল কাশেম বাদী হয়ে পুত্র ও পুত্রবধূকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের লস্কর পাড়া এলাকায় সৌদি প্রবাসী এনায়েত উল্লাহএর সাথে বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে পিতা-মাতার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে এনায়ত উল্লাহ লাঠি দিয়ে তার মা ছলিমা খাতুনকে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং বাবা আবুল কাশেমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাদের শোরচিৎকারে এগিয়ে এসে রক্তাক্ত ও আশংকাজনক অবস্থায় বাঁশখালী হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত মো. আবুল কাশেম বাদী হয়ে এনায়েত ও তার স্ত্রী রুমাকে আসামি করে অভিযোগ করা হলে রাতে বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট থেকে এনায়েত উল্লাহকে আটক করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “পিতা-মাতার ওপর হামলা করে গুরুতর জখম করার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখানে অভিযান চালিয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট থেকে এনায়েত উল্লাহকে আটক করে।”

পূর্ববর্তী নিবন্ধকরোনায় এক দিনে রেকর্ড ১০১ মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাগর পাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার