প্রবাসীর তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া টেক্সি চালক মো. ফারুককে (৪২) কুমিল্লার বাঙ্গুরা বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ফারুকের কাছে নগদ দুই লাখ টাকা পাওয়া যায় আর বাকি টাকায় সে স্বর্ণালঙ্কার, মোবাইল কিনেছে বলে জানায়। ফারুককে গ্রেপ্তারের পর পাঁচলাইশ এলাকা থেকে টেক্সিটিও জব্দ করা হয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, ফারুকের বাড়ি কুমিল্লা। চট্টগ্রাম নগরীতে সিএনজি টেক্সি চালান। চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড় এলাকায় এক প্রবাসীর বাসায় ভাড়া থাকতেন। তবে গত ১ জুন ফারুক সেখান থেকে বাসা বদলে অন্যত্র চলে যান। ভাড়াটিয়া হিসেবে পরিচিত হওয়ায় ওই প্রবাসীর পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে ফারুককে নিয়ে বিভিন্ন স্থানে যেতেন। সমপ্রতি ওই প্রবাসী শ্যালকের কাছে তিন লাখ টাকা পাঠান। গত বৃহস্পতিবার প্রবাসীর ছেলে ইমরান হোসেন সে টাকা আনতে ফারুককে নিয়ে আমিন নগর যান। ইমরান টাকা নিয়ে বাসায় ফেরার সময় নিরাপত্তার কথা ভেবে টাকা টেক্সির টুল বক্সে রাখেন।
চান্দগাঁও শমসের পাড়া ডেন্টাল কলেজ এলাকায় আসার পর ফারুক টেক্সি বন্ধ করে ফেলে। গাড়ি ঠিক করার কথা বলে ফারুক দোকান থেকে ইমরানকে ব্লেড ও ম্যাচ কিনতে বলে। ইমরান দোকানে গেলে ফারুক টেক্সি নিয়ে চম্পট দেয়।