প্রবাসীদের সুরক্ষা, নিরাপত্তা ও অধিকার বাস্তবায়ন হোক

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

জীবনজীবিকার তাগিদে দেশের মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি দেন প্রবাসীরা। প্রবাসীরা আমাদের অমূল্য সম্পদ। কেননা অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় মূল চালিকাশক্তি প্রবাসীদের রেমিট্যান্স অনন্য ভূমিকা রাখে। তাই প্রবাসীদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া উচিত কেননা, যদি প্রবাসীরা রেমিট্যান্সবিমুখ হয় তাহলে অর্থনৈতিক ভাবে আমাদের দেশ কতটুক বিপর্যস্ত তা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। প্রবাসীরা যেরূপ তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশে পাঠিয়ে এই দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেরূপ সুযোগসুবিধা প্রবাসীরা পাচ্ছে না। তাঁদের অভিযোগেরও যেন কমতি নেই। বিমানবন্দরে নানা হয়রানি, টিকেটের বাড়তি মূল্য, প্রবাসীদের নেই উন্নত চিকিৎসা, উচ্চমূল্যে ভিসার সিন্ডিকেট, এবং প্রবাসীদের লাশ দেশে আনতে নানা ঝামেলাসহ ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়। প্রবাসীদের এসব দুর্ভোগ লাঘব করে তাঁদের ন্যায্য অধিকার যেমনপ্রবাসীদের লাশ দেশে ফ্রীতে আনার ব্যবস্থা, বিমানবন্দরে উপযুক্ত সম্মান, প্রবাসীরা দীর্ঘমেয়াদে বিদেশ থেকে দেশে আসার পর উপর্যুক্ত ভাতার ব্যবস্থা, প্রতারক ট্রাভেলস্‌ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়া, বিনাশর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের ব্যবস্থাসহ প্রবাসীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিলে রেমিট্যান্সের হারও বাড়বে তারাও স্বাচ্ছন্দে থাকবে বলে মনে করছি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ রেমিট্যান্স যোদ্ধাখ্যাত প্রবাসীদের এসব দুর্ভোগ থেকে রেহায় পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক প্রবাসীদের সুরক্ষা, নিরাপত্তা ও অধিকারসমূহ বাস্তবায়ন জরুরি বলে মনে করছি।

আলতাফ হোসেন হৃদয় খান,

পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুভাষচন্দ্র বসু : স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা
পরবর্তী নিবন্ধসমৃদ্ধি ও শান্তি চাই