তিরিশ লাখ সৌদি প্রবাসী বৈধপথে রেমিটেন্স পাঠালে দেশের জন্য তা বড় অবদান হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ পালন এবং মহানবীর (সা.) রওজা জিয়ারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছিলেন হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, সৌদি আরবে প্রায় ত্রিশ লাখ বাংলাদেশি আছেন। বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যাও এর থেকে কম। ত্রিশ লাখ প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যত্নবান থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করেন। একজন প্রবাসী যত সহজে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছুতে পারেন, দেশের জেলা আওয়ামী লীগের নেতার পক্ষেও তা সম্ভব হয় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালু করেছেন, যার সুবিধা ৫৫ বছর বয়সের মানুষও নিতে পারেন। এছাড়া প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং সুবিধা রয়েছে, যেখানে সহজে অ্যাকাউন্টও খোলা যায়। খবর বিডিনিউজের।
প্রবাসে শুধু অন্যের প্রতিষ্ঠানে কাজ না করে ব্যবসার মালিকানা অর্জনে বাংলাদেশিদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন হাছান মাহমুদ। প্রত্যেক প্রবাসীই বিদেশে তার দেশের প্রতিনিধি। সে যদি অপরাধ করে, তবে তার দেশের বদনাম হয়। সে কারণে বসবাসের দেশের আইন–কানুন মেনে চলা উচিত। সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলাম। সভায় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।