প্রবাসীদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করল এনবিআর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৫৪ পূর্বাহ্ণ

প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান ব্যাগেজ রুলস আরও কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যে বিগত ২ জুন জাতীয় রাজস্ব বোর্ড নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা ২ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তীতে বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দফতরগুলোর মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ব্যাগেজ সুবিধা বাড়ানোসহ কতিপয় বিষয় সংশোধন করা হয়েছে।

সবশেষ সংশোধনসহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলসের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলোবিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ইস্যুকৃত বিএমউটি কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশি কোনো শুল্ককর না দিয়ে বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

নতুন ব্যবস্থায় কোনোরকম শুল্ককর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নতুন ব্যবস্থায় তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ককর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন। বিদেশ থেকে আসা সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা করতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার আগেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরিবর্তন ছাড়া ব্যাগেজ রুল সংক্রান্ত অন্যান্য সুবিধাগুলো অপরিবর্তিত রয়েছে বলেও জানিয়েছে এনবিআর।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধচলতি মাসে বয়ে যেতে পারে দুটি মৃদু তাপপ্রবাহ, নিম্নচাপ সৃষ্টির শঙ্কা