নগরীর লালদীঘি এলাকায় এক প্রবাসীকে মারধরের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। তারা হলেন, সাইফুর রহমান, বেলাল উদ্দিন, শফকত হোসেন, জয়নাল আবেদীন মানিক ও রিদুয়ানুল হক। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবাসী আজিম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বাদীর আইনজীবী রিপন এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, গত ৮ জানুয়ারি লালদীঘি পুরাতন গির্জা এলাকার একটি হোটেল থেকে নাস্তা করে বের হওয়ার সময় আসামিরা বাদীকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ইউনাইটেড আরব আমিরাতের ৮ হাজার দেরহাম, একটি এমারত আইডি কার্ড, আকামা, আই ফোনসহ বিভিন্ন ডকুমেন্ট ছিনিয়ে নেয়। পাশাপাশি তাকে বেদম মারধর করা হয়।