রাউজানে দুর্বৃত্তরা বেপরোয়া হয়ে উঠেছে। বাগোয়ান ইউনিয়নের নিজাম উদ্দিন নামে এক বিএনপি নেতার ঘরে ঢুকে জিনিসপত্র ভেঙ্গে তছনছ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপর এক ঘটনায় ২২ মার্চ রাউজান সদর ইউনিয়নের সালাউদ্দিন নামে এক প্রবাসী প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন। প্রবাসীর ভাই মোহাম্মদ শাহাব উদ্দিন তার ভাইকে অপহরণ করার দাবি করে জড়িত তিনজনের বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দিয়েছেন।
বাগোয়ানের ঘটনায় নিজাম উদ্দিনের অভিযোগ তিনি এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে হামলা চালায়। এই ঘটনায় তিনি নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ করেছেন। জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান।
প্রবাসী সালাউদ্দিনের ভাই শাহাব উদ্দিন অভিযোগে জানান, ২২ মার্চ রাত ১০টার দিকে রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া হাসমত আলী চৌধুরী বাড়ি মসজিদের সামনে থেকে তার ভাই সালাউদ্দিনকে স্থানীয় মাঝি পাড়ার আজিম, একরাম ও এনাম নামের তিনজন ছুরিকাঘাত করে অজ্ঞাতস্থানে উঠিয়ে নিয়ে যায়। আহত সালাউদ্দিন রাউজান লেলাংগরা এলাকার মৃত নুর আহমদের ছেলে।
স্বজনরা অভিযোগ করেন সালাউদ্দিনের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল অপহরণকারীরা। চাঁদা না পেয়ে তাকে ছুরিকাঘাত করে অপহরণ করেছিল। এ বিষয়ে অভিযুক্তদের একজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ একরাম বলেন, এই ধরনের কোনো ঘটনার সাথে তারা কেউ জড়িত নন। তিনি উল্টো অভিযোগ করে বলেন, সালাউদ্দিনের কাছে তারা টাকা পাবেন। পাওনা টাকা না দিতে তারা কল্পকাহিনী প্রচার করে নাটক সাজিয়েছে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, দুটি ঘটনাই শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।