প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে নির্বিঘ্নে নির্ভয়ে

মতবিনিময় সভায় সিএমপি কমিশনার

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

আসন্ন প্রবারণা পূর্ণিমা পালন উপলক্ষে গত বুধবার সিএমপি কমিশনারের সাথে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সিএমপির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া এতে সঞ্চালনা করেন। সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, ডিসি (সদর) মো. আব্দুল ওয়ারিশ, ডিসি (দক্ষিণ) মো. মোস্তাফিজুর রহমান, ডিসি (উত্তর) মো. মোখলেছুর রহমান, ডিসি (পশ্চিম) মো. জসিম উদ্দিন, ডিসি (বন্দর) শাকিলা সুলতানা, ডিসি (সিএসবি) মো. মঞ্জুর মোর্শেদ, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে সংগঠনের আহ্বায়ক, চমেবির উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার, বৌদ্ধ সমিতি যুব সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, ভিক্ষু সংঘের মধ্যে বোধিমিত্র মহাথের। মতবিনিময় সভায় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে নির্ভয়ে নির্বিঘ্নে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসাইফ উদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুতে আঞ্জুমান মুফিদুল ইসলামের শোক প্রকাশ