প্রবারণা পূর্ণিমায় ছুটিসহ ১১ দফা দাবি

সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

বৌদ্ধ সমপ্রদায়ের দ্বিতীয় ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’য় সরকারি ছুটি ঘোষণাসহ ১১ দফা দাবি জানিয়েছেন বৌদ্ধ সমপ্রদায়ের নেতারা। গতকাল শুক্রবার সকাল ১১টায় সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। নগরীর জামালখানস্থ বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পরিষদের উদ্যোগে আগামী রবিবার (১১ মে) শুভ বুদ্ধ পূর্ণিমার দিন ‘যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্বশান্তি ও মানবতার জন্য সমপ্রীতি’ প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে সকাল ৯টায় চট্টগ্রাম ডিসি হিল চত্বর থেকে শুরু হবে শান্তি শোভাযাত্রা। এনায়েত বাজার, জুবিলী রোড, নিউমার্কেট, কোতোয়ালীর মোড়, লালদীঘি, আন্দরকিল্লা, মোমিন রোড, ডিসি হিল চত্বরে গিয়ে শেষ হবে শোভাযাত্রা। প্রায় ৬০টি বৌদ্ধ সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। শান্তি শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শোভাযাত্রা উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছেবৌদ্ধ কৃষ্টি, সংস্কৃতি উজ্জ্বল রাখার স্বার্থে চট্টগ্রামে ‘বুড্ডিস্ট কালচারাল সেন্টার’ স্থাপন করা। সরকারিবেসরকারি পর্যায়ের স্কুলকলেজবিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তাকর্মচারীরা বৌদ্ধ তীর্থস্থান দর্শনের সময় ন্যূনতম ১ মাস ছুটি মঞ্জুর করা। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু মহামান্য সংঘরাজ ও মহামান্য সংঘনায়ককে রাষ্ট্রীয় মর্যাদা ও সব সুযোগ সুবিধা প্রদান। বৌদ্ধ অধ্যুষিত জেলাগুলোতে ১টি করে বৌদ্ধ ঐতিহ্য সম্বলিত সেন্ট্রাল বৌদ্ধ বিহার নির্মাণ করা। দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ২০১২ সালে সংগঠিত রামু ট্র্যাজেডিসহ অন্য সব বৌদ্ধ বিহার ও বৌদ্ধ গ্রামে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিতে কমিশন গঠন। বৌদ্ধ উপাসনালয়গুলোতে বিদ্যুৎ বিল মওকুফ ও অন্যান্য সেবাসমূহে ভর্তুকি প্রদান। বাংলা ভাষার উৎপত্তি ও সূতিকাগার চর্যাপদ তথা পালি ভাষার চর্চা, বিকাশ ও উৎকর্ষ সাধনে ‘পালি ভাষা শিক্ষা কেন্দ্র’ স্থাপন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, প্রধান সমন্বয়কারী রুবেল বড়ুয়া হৃদয়, অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, সাধন কান্তি বড়ুয়া, সুমন বড়ুয়া বাপ্পী, সপু বড়ুয়া, অসীম কুমার বড়ুয়া, অধ্যাপক মানিক বড়ুয়া, বিকাশ কান্তি বড়ুয়া, সৌরভ চৌধুরী, লায়ন রনি কুমার বড়ুয়া, রুমা বড়ুয়া, তাপস বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় কোস্টের গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক
পরবর্তী নিবন্ধপটিয়ায় ক্ষতিগ্রস্ত লবণ শিল্প মালিকরা ক্ষতিপূরণ পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায়