প্রবারণার ফানুসে উড়ল ফিলিস্তিন মুক্তির বার্তা

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে এবারের প্রবারণা পূর্ণিমা উৎসবে উড়ল এক অনন্য বার্তা– ‘ফিলিস্তিন হোক মুক্ত’। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তি ও মানবতার উৎসব প্রবারণা পূর্ণিমায় এই বার্তা যেন ছুঁয়ে গেল উপস্থিত সবার হৃদয়। গতকাল সন্ধ্যায় সীমা বিহার প্রাঙ্গণে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য প্রবারণা পূর্ণিমা উৎসব। রঙিন ফানুস উড়ানোর মুহূর্তে আকাশজুড়ে ভেসে ওঠে শান্তি, ভালোবাসা ও মানবতার প্রতীকসেই বার্তা। খবর বিডিনিউজের।

রামুর সাংবাদিক সুনীল বড়ুয়া বলেন, ‘প্রবারণা মানে শান্তি, সহমর্মিতা ও মানবতার জয়গান। আমরা চাই, পৃথিবীর সব যুদ্ধ, নিপীড়ন ও অন্যায়ের অবসান হোক। ফানুসের লেখা সেই মানবতার বার্তাই বহন করছে।’

তরুণ অ্যাক্টিভিস্ট ইনজামাম উল হক বলেন, ‘প্রবারণার ফানুস শুধু আনন্দের নয়, প্রতিবাদেরও প্রতীক। আমরা ফিলিস্তিনের মানুষদের পাশে দাঁড়ানোর মানবিক আহ্বান জানিয়েছি। এই আলো যেন অন্ধকারে থাকা মানুষের জন্য আশার প্রতীক হয়।’

পূর্ববর্তী নিবন্ধসার কারখানায় গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব
পরবর্তী নিবন্ধবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান পদে নিয়োগ বন্ধের নির্দেশ