প্রবর্তক স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

প্রবর্তক স্কুল এন্ড কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শহীদ বীরেন্দ্র লাল চৌধুরী মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি পরীক্ষার্থীদেরকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রধান বক্তা ছিলেন প্রবর্তক সংঘের সম্পাদক ও বিশিষ্ট ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস। তিনি বলেন, পাঠ্যাভ্যাসে নিয়মিত এবং নিষ্ঠাবান হলে শিক্ষার্থীরা অব্যশই সাফল্য পাবে। বিশেষ অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। অধ্যক্ষ মনোজ কুমার দেবের সভাপতিত্বে ও প্রভাষক মুক্তা দত্তের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সুচিত্রা চৌধুরী। বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্র নিবিড় বড়ুয়া ও অরিত্রা বিশ্বাস। বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন মুসলিমা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টল সুরাঙ্গনের রবীন্দ্র- নজরুল জয়ন্তী
পরবর্তী নিবন্ধউদ্যোক্তা হতে দরকার অদম্য সাহস ও চ্যালেঞ্জ