প্রবর্তক সংঘ (বাংলাদেশ) এলামনাই এসোসিয়েশনের মতবিনিময় সভা প্রবর্তক সংঘস্থ মাস্টারদা সূর্যসেন অডিটোরিয়ামে সোমবার অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘ (বাংলাদেশ) চট্টগ্রামের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবর্তক সংঘ (বাংলাদেশ) এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক সদীপ দে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘ (বাংলাদেশ) চট্টগ্রামের শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক রীতা দত্ত, প্রবর্তক সংঘ (বাংলাদেশ) চট্টগ্রামের আজীবন সদস্য রিটন চৌধুরী, সঞ্জয় চৌধুরী, সুজন কান্তি বিশ্বাস ও সুভাষ মুহুরী প্রমুখ। সভায় প্রবর্তক সংঘের সকল প্রাক্তনরা উপস্থিত ছিলেন। প্রাক্তনদের মধ্যে সুশীল বড়ুয়া, চন্দন বিশ্বাস, অলক কুমার রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












