প্রবর্তক সংঘ চট্টগ্রামের উদ্যোগে শহীদ বীরেন্দ্রলাল চৌধুরীর ৫২ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা মাস্টারদা সূর্যসেন অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত। প্রধান বক্তা ছিলেন সংঘের সম্পাদক চক্ষুরোগ বিশেষজ্ঞ লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস। তিনি শহীদ বীরেন্দ্রলাল চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তিনি আবাসিক ছাত্র– ছাত্রীদের এবং সংশ্লিষ্ট সকলকে তাঁর বহুমুখী কর্মের জীবন দর্শন অনুসরণ করার আহ্বান জানান।
সভাপতি তার বক্তব্যে বলেন, সংঘের ছাত্র–ছাত্রীরা বীরেন্দ্রলাল চৌধুরীর আদর্শ অনুসরণ করে প্রকৃত মানুষ হওয়ার জন্য উপদেশ দেন। বক্তব্য রাখেন সংঘের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী এবং সংঘের আজীবন সদস্য প্রফেসর রীতা দত্ত। প্রধান শিক্ষক অতুল কুমার রায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











