আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের উদ্যোগে প্রবর্তক সংঘের (বাংলাদেশ) সার্বিক সহযোগিতায় প্রবর্তক সংঘের সূর্য্য সেন হলে মেধাবী ছাত্রীদেরকে এইচএসসি পাশ করার পর উচ্চ শিক্ষার সুযোগ–সুবিধাসহ সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য প্রবর্তক সংঘের ছাত্রীদেরকে নিয়ে এক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবর্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত। প্রবর্তক সংঘের সম্পাদক ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাসের সূচনালগ্নে বক্তব্যের পর অডিও, ভিডিওর মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটির যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের এডমিশন ম্যানেজার নুসরাত জাহান, এডমিশন অফিসার তানজিনা ফাতেমা ইখরা, এডমিশন অফিসার মালচিং মারমা, কমিউনিকেশন এণ্ড আউটরীচ কো–অর্ডিনেটর শাফকাতুল আলম, প্রবর্তক সংঘের কার্যকরি পরিষদের অর্থ সম্পাদক অধ্যাপক ডঃ রনজিত কুমার চৌধুরী, অধ্যাপক বনগোপাল দে, ডাঃ বিদ্যুৎ বিশ্বাস, লায়ন তপন কান্তি দত্ত ও আজীবন সদস্য অধ্যাপক রনজিত কুমার দে প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের কর্মকর্তাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












