প্রবর্তক মোড়ে বন্ধ থাকা সেন্ট্রাল সিটি হাসপাতালে আগুন

তালা কেটে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরের প্রবর্তক মোড়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সেন্ট্রাল সিটি হাসপাতালে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১২টা ২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আজাদীকে জানান। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ আগুন দেখে স্থানীয় লোকজন এবং পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তালা কেটে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে আগুন লাগার খবরে আশেপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

রাত ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নির্বাপণে কাজ করছি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এর আগে রাত পৌনে ১টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আজাদীকে বলেন, চৌধুরী ভবনের সেন্ট্রাল সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আগুন লাগে। নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধগহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবহু পোশাক ও কাঁচামাল ধ্বংস হয়েছে : বিজিএমইএ