নগরীর প্রবর্তক মোড়ের বদনা শাহ মাজার এলাকা থেকে শাহাদাত হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭ টায় খবর পেয়ে পুলিশের একটি টিম তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহাদাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন নদনা এলাকার মৃত হারুনের ছেলে। থাকতেন নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি ব্রয়লার এভিন্যু কলোনি এলাকায়। পেশায় রিকশা চালাতেন এমন তথ্য পাওয়া গেছে উল্লেখ করে পাঁচলাইশ থানার উপ পরিদর্শক যায়েদ আব্দুল্লাহ বিন সরওয়ার আজাদীকে বলেন, কেউ কেউ বলছে শাহাদাত হোসেন চুরি–ছিনতাই কাজে যুক্ত ছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, দুপুর আড়াই থেকে তিনটার দিকে শাহাদাত হোসেন ঘটনাস্থলে মারা গেছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।