নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন–মো. সোহেল প্রকাশ বাচা প্রকাশ বাচাইয়া (৩৩) এবং মো. আরমান (২৫)।
পুলিশ জানিয়েছে, গত ২০ মার্চ রাতে মুরাদপুর এলাকার পিলখানা জামে মসজিদের পশ্চিম পাশে নুর ম্যানশনের
তৃতীয় তলায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১টায় দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।