নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকা থেকে যুবলীগ নেতা দিদারুল আলম দিদার ওরফে ব্যাডমিন্টন দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে প্রবর্তক মোড় থেকে বদনা শাহর মাজার পর্যন্ত ওই এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল–পরবর্তী অভিযান চালিয়ে চট্টগ্রাম নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিদারুল আলম দিদার চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য। ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির শীর্ষ পদেও ছিলেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনে নগরের দুই নম্বর গেটে নিহত ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক হত্যা মামলা এবং বিস্ফোরক আইনের দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে এ দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিলটি বের করে বদনা শাহ মাজার পার হয়ে এগোতে থাকে। এরপর মিছিলে থাকা নেতাকর্মীরা বিভিন্ন অলিগলিতে চলে যায়।
পুলিশ জানায়, মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে দিদারুল আলম দিদার নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।












