প্রবর্তক মোড়ে জেনিথ হেলথ কেয়ারের যাত্রা শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

পাঁচলাইশের প্রবর্তক মোড় এলাকায় জেনিথ হেলথ কেয়ার নামের রোগ নিরূপণী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথি বলেন, আমাদের দেশের চিকিৎসকরা শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে তারা সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। জেনিথ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নাককান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম টিপু সুলতান, অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. আবুল বশর চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. গোলাম হাবীব, শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান, এপিক হেলথ কেয়ার ও এপিক হেলথ প্রপার্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, আইনুল কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেনিথ হেলথ কেয়ারের আইটি এক্সিকিউটিভ মুহাম্মদ আরিফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রীতি লন টেনিসে সিসিএল এর জয়