প্রফেসর হাসিনা জাকারিয়াকে রেডিয়েন্ট স্কুলের সংবর্ধনা

| শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:১৬ পূর্বাহ্ণ

নারী শিক্ষা প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার বেগম রোকেয়া পদকে ভূষিত হওয়ায় প্রফেসর হাসিনা জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করেছে রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজ। নগরীর একটি রেস্টুরেন্টে অধ্যক্ষ অরুনাক্ষী তালুকদারের সভাপতিত্বে এবং জাকিয়া ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক লেখক শামসুদ্দিন শিশির এবং রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ক্যাপ্টেন এম. জাকারিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুবর্না চৌধুরী, রফিকুল হাসান, নাজমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বহু প্রতিভার অধিকারী। তিনি শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সমাজিক আন্দোলনে সক্রিয় থেকে নারী সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। তিনি বেগম রোকেয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করছেন বলেও বক্তারা মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে টিনশেড দোকানে আগুন