প্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট লিগ আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত প্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল টিটোয়েন্টি স্কুল ক্রিকেট লিগ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (বিডিআর মাঠ) আজ সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজ এর জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ মইনুদ্দিন হাসান। লিগ শুরু উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সংস্থা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রিকেট কমিটি সম্পাদক ফরিদ উদ্দিন। এতে জানানো হয়, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের কিংবদন্তী ক্রীড়া সংগঠক প্রয়াত শায়েস্তা খানের স্মরণে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে এ ক্রিকেট লিগ। টি২০ ফরমেটে এ টুর্নামেন্ট আয়োজিত হবে। চট্টগ্রামের ১৪টি স্কুল মোট ৪টি গ্রুপে বিভক্ত হয়ে লিগে অংশ নেবে। প্রতিটি গ্রুপের সর্ব্বোচ পয়েন্ট অর্জনকারীদের নিয়ে সেমিফাইনাল ও পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ চৌধুরী, সহসভাপতি ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, মাহ্বুব উল আলম মুকুল, নির্বাহী কমিটির সদস্য নওশাদ আলম চৌধুরী, আবদুল গফুর পন্টি, ইয়াছিন আরাফাত, কমিটির সদস্য সুমন মিয়া, আ ডি নাথ কাজল প্রমুখ। উদ্বোধনী ম্যাচে অংশ নেবে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং কাস্টমস ল্যাবরেটরি স্কুল।

পূর্ববর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস,রাইজিং স্টারের জয়