প্রফেসর মোজাম্মেল হক চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক। জাতীয় শিক্ষা সপ্তাহ২০২২ শ্রেষ্ঠ অধ্যক্ষ ক্যাটাগরিতে তিনি পটিয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলা পর্যায়েও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। ২০১৯ সালে পটিয়া সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন ত্রয়োদশ বিসিএসের শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক। আন্তর্জাতিক জার্নালে প্রকাশনাসহ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থ বিজ্ঞান বিষয়ের বই রয়েছে মোজাম্মেল হকের।

যোগদানের পর থেকে শিক্ষার গুণগত মানোন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টায় পটিয়া সরকারি কলেজকে এনে দিয়েছে সাফল্য। উচ্চ মাধ্যমিকে জেলা পর্যায়ে সেরা দশ কলেজে স্থান করে নেয়াসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভাগীয় পর্যায়ে নিজেদের অবস্থান উন্নতি করেছে পটিয়া সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধবিলুপ্ত হয়ে গেছে নগরীর ৬০ শতাংশ পাহাড়
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে কাল