প্রফেসর মহিউদ্দিন চৌধুরী সাদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ভারপ্রাপ্ত উপ-উপাচার্য হিসেবে সম্প্রতি যোগদান করেছেন ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরী। বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত মোতাবেক গত ২৮ জুন, ২০২১ তারিখে তাঁকে এ দায়িত্বভার প্রদান করা হয়।
প্রফেসর মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪ সালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এ ফার্মেসি বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর ২০০৮ সালে ৭ নভেম্বর চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। শিক্ষকতা ছাড়াও সাদার্ন ইউনিভার্সিটির বিভিন্ন কমিটির সদস্য হিসেবে গুরুদায়িত্ব পালন করছেন প্রফেসর চৌধুরী। বর্তমানে তিনি সাউথ চট্টগ্রাম হসপিটালের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান সংগঠক ও সভাপতি। তাঁর প্রচেষ্টায় কর্ণফুলীর শিকলবাহায় মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষানুরাগী ও সমাজ সেবক মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত।

পূর্ববর্তী নিবন্ধকরোনা রোগীদের জন্য উত্তরবঙ্গের ৪ জেলায় অক্সিজেন সিলিন্ডার প্রদান
পরবর্তী নিবন্ধতুলাতলিতে মসজিদ সংস্কারে এমপি আফছারুল আমিনের অনুদান