প্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়ার স্মরণসভা

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৯:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও সংঘদান গতকাল শনিবার রাউজান আবুরখীল বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রতন বড়ুয়ার সঞ্চালনায় ও বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথেরর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়ার কন্যা সংগীতা বড়ুয়া ।

মূখ্য আলোচক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের । বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সুনন্দ মহাথের, জ্ঞানানন্দ মহাথের, অধ্যক্ষ অরুনা নন্দ মহাথের, অধ্যক্ষ সোবিতা নন্দ মহাথের। ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ ধর্মপ্রিয় মহাথের, অধ্যক্ষ পরমানন্দ মহাথের, উকট্টা পঞা থের , ধর্মদর্শন থের , ধর্মশ্রী থের , বুদ্ধানন্দ থের । আলোচক ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, নাট্য ব্যক্তিত্ব অশোক বড়ুয়া, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বরণ বড়য়া, স্বদেশ কুসুম চৌধুরী,বিনয় ভুষন বড়ুয়া, প্রকৌশলী সুনীল কুমার বড়ুয়াম। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে
পরবর্তী নিবন্ধবাহাউদ্দিন খালেদ শাহাজি