প্রফেসর নুরুল আলম তালুকদার

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৬ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলার কৃতি সন্তান অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ নুুরুল আলম তালুকদার (৯০) গতকাল শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে আমেরিকার নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য ও প্রশিক্ষণ সচিব অধ্যাপক আবুল মনসুর দৌলতী, ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স ম এনামুল হক, সাধারণ সম্পাদক ও মরহুমের ভাতিজা আখতার হোসাইন তালুকদার, বোয়ালখালী যুবসেনার সভাপতি মাস্টার জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মামুন উদ্দীন মেম্বার, ইসলামী ছাত্রসেনা বোয়ালখালীর সভাপতি নাঈম রেজা, সাধারণ সম্পাদক মো. ইরফানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমো. সাইফুল ইসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা বাবুল মজুমদারের পরলোকগমন