সদ্য প্রয়াত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী স্মরণে ভার্চুয়ালি ‘নাগরিক স্মরণ সভা’ এর আয়োজন করেছে জাতীয়তাবাদী শিক্ষক সমর্থিত সাদা দল। গত সোমবার রাতে জুম অ্যাপের মাধ্যমে এ নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। চবি সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. শামীম উদ্দিন খানের সভাপতিত্ব এবং প্রফেসর ড. আতিয়ার রহমানের সঞ্চালনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক ও সুধীজন এতে অংশগ্রহণ করেন। এসময় প্রফেসর ড. শওকতুল মেহের নুরুদ্দীন চৌধুরীর জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান।
সভায় অতিথিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির বর্তমান সভাপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম ফারুকী, রাবি সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এনামুল হক, ঢাবি জাতীয়তাবাদী শিক্ষক সমন্বয় পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. সিদ্দিকুর রহমান খান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম কোরবান আলী প্রফেসর নুরুদ্দীন চৌধুরীর জীবন ও কর্মের উপর আলোচনা করেন।