প্রফেসর ড. সিরাজুল ইসলাম আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিরাজুল ইসলাম আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল (অব.) মুহাম্মদ কাশেম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। কার্যাদেশ অনুসারে ড. সিরাজ আগামীকাল ২৬ জুলাই থেকে তার কার্যদিবস শুরু করবেন।

প্রফেসর ড. সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব পরীক্ষাতেই প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করায় ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন। ড. সিরাজ ইসলামিক ফাইন্যান্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার ৪৪ টিরও বেশি গবেষণা পত্র দেশিবিদেশি জার্নালে প্রকাশিত হয়।

প্রফেসর ড. সিরাজুল ইসলাম ২৪ বছর শিক্ষকতা জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, হল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, সদস্য ফাইন্যান্স কমিটি ইত্যাদি বিভিন্ন পদে কাজ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউত্তর সাতকানিয়া বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল