প্রফেসর ডা. ফজলুল করিমের কুলখানি সম্পন্ন

| মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট মরহুম প্রফেসর ডা.এ এস এম ফজলুল করিমের কুলখানি উপলক্ষে গতকাল সোমবার শাহ আমানত শাহ দরগাহ সংলগ্ন তানজিমুল মুসলেমিন এতিমখানা ও হেফজখানায় এক দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. গোফরানুল হক।

সভায় বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রবীণ চিকিৎসক ডা. মোহাম্মদ আবু জাফর, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আফসার চৌধুরী, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মো. সানাউল্লাহ, পরিচালক প্রশাসন ডা. মো. নুরুল হক, উপ পরিচালক প্রশাসন মো. মোশারফ হোসেন, ডাক্তার এ কে এম আশরাফুল করিম, হাফেজ মুহাম্মদ আমানুল্লাহ, হামিদ হোসাইন, সালাউদ্দিন আহমেদ, হাসেম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর কবির চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, মনিরুল ইসলাম, ওয়ালিদুল আজিম, লায়ন ওসমান সারওয়ার, এসএম সালাউদ্দিন সামির, আবু হানিফ, ইমাম রাজি ইবনে জাহেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মরহুম প্রফেসর ডাক্তার এ এস এম ফজলুল করিম ছিলেন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত একজন মানবিক মানুষ। একজন বরেণ্য চিকিৎসক, একজন গুণী শিক্ষক একজন দক্ষ প্রশাসক ছিলেন ফজলুল করিম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ
পরবর্তী নিবন্ধমাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রোটারী ক্লাব চিটাগংয়ের কম্পিউটার প্রদান