বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম কলেজ ও স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আহমদ খানের স্মরণে শোকসভা এবং দোয়া মাহফিল ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় চট্টগ্রাম কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা ইউনিটের সভাপতি এবং সরকারি সিটি কলেজ চট্টগ্রামের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ। অ্যাসোসিয়েশনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি প্রফেসর কফিল উদ্দিন আহমেদ, প্রফেসর আই কে সেলিমুল্লাহ খন্দকারসহ বিভিন্ন সরকারি কলেজের বর্তমান এবং প্রাক্তন অধ্যক্ষবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের বিভিন্ন স্তরে কর্মরত সরকারি কলেজের শিক্ষকবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রফেসর ইফতেখার আহমদ খানের বর্ণাঢ্য, কর্মময় এবং সংগ্রামী জীবনের উপর আলোকপাত করে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। প্রফেসর ইফতেখার আহমদ খান ছিলেন শিক্ষা ক্যাডারের জন্য আলোকবর্তিকা। শিক্ষা ক্যাডারের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে প্রফেসর ইফতেখার আহমদ খানের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়। অত্যন্ত ব্যক্তিত্ববান, কর্মনিষ্ঠ ও সাহসী শিক্ষক, শিক্ষক নেতা এবং শিক্ষা প্রশাসক হিসেবে প্রফেসর ইফতেখার আহমদ খান ছিলেন শিক্ষা ক্যাডারের এক কিংবদন্তি। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে উপস্থিত সকলে প্রফেসর ইফতেখার আহমদ খান স্যারের রুহের মাগফেরাতের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।