প্রফেসর আর আই মোল্লার মৃত্যুতে আইআইইউসি ভিসির শোক

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সাবেক একাডেমিক এডভাইজার প্রফেসর ড. আর আই মোল্লার মৃত্যুতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আইআইইউসি’র সার্বিক একাডেমিক কর্মকান্ডে তাঁর সক্রিয় অবদান ও সম্পৃক্ততা ছিল। তাঁর মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান শিক্ষাবিদ ও পন্ডিত ব্যক্তিত্বকে হারালো । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভৌগোলিক নৈকট্যের মাধ্যমে একে অপরকে অনেক কিছু দিতে পারি : প্রণয় ভার্মা
পরবর্তী নিবন্ধদেশের কোথাও কোনো চাঁদাবাজি থাকবে না