চট্টগ্রাম ইতিহাস–সংস্কৃতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ ও ধর্মতত্ত্ববিদ প্রয়াত অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্রের কর্ম ও জীবন নিয়ে স্মরণানুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত ব্যক্তিত্বের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্মরণিকা ‘স্মৃতির মুকুর’–এর পাঠ উন্মোচন করা হয়।
শিক্ষাবিদের জীবনী পাঠ করেন নাট্যব্যক্তিত্ব সুচরিত চৌধুরী। স্বাগত বক্তব্য দেন স্মরণানুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক প্রদীপ কুমার দাশ। সংগঠনের চেয়ারম্যান আলীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হোসাইন আহমদ আরিফ ইলাহী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। আলোচনা পর্বে আরও অংশ নেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, শ্যামল বৈদ্য সবুজ, বাংলাদেশ রুদ্রপাল সমিতির মহাসচিব মিলন রুদ্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।