প্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রদ্রোহের শামিল : হাই কোর্ট

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

প্রধান বিচারপতির বাসভবনে হামলাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে হাই কোর্টের একটি রায়ে উল্লেখ করা হয়েছে। বিএনপির মহাসমাবেশ চলাকালে গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনাম রাষ্ট্র মামলার আট পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় সোমবার প্রকাশ করা হয়েছে। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাই কোর্ট বেঞ্চ গত ১০ জানুয়ারি ফখরুলের জামিন প্রশ্নে রুল খারিজ করে এ রায় দেয়। খবর বিডিনিউজের।

ওই দিন শুনানির পর রুল খারিজ করে এ রায় দেয় ওই বেঞ্চ। এতে করে সেদিন ওই মামলায় জামিন হয়নি বিএনপি মহাসচিবের।

প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ‘মামলার নথি থেকে স্পষ্ট বোঝা যায় যে বিচারিক আদালত সিডিটি (কেস ডকেটমানচিত্র, সূচিপত্র, রাষ্ট্রপক্ষের ১৬১ ধারায় জবানবন্দির নথিসহ অন্যান্য কাগজপত্র) দেখেছে এবং মামলায় অভিযুক্ত আবেদনকারীর সম্পৃক্ততা পেয়েছে।

মামলাটি এখনও তদন্তাধীন থাকায় আমরা বলতে পারি যে বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের অভিযোগগুলো সত্যিই অত্যন্ত গুরুতর। প্রধান বিচারপতি প্রজাতন্ত্রের তিনটি অঙ্গের একটির প্রধান। তাই প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আমরা মনে করি।’

পূর্ববর্তী নিবন্ধনতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সুদৃঢ় হবে
পরবর্তী নিবন্ধ৫ মাসে কাপ্তাই হ্রদে মাছ শিকারে শুল্ক আদায়ে রেকর্ড