প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৮টায়

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮ টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। গত ১১ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক, চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম বার্ষিক প্রতিবেদন পেশ করে বলেন, মুসলমানদের প্রধান ধর্মীয় দুইটি পর্ব, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, নগরীর গরীব ও এতিম ছাত্রদের মাঝে প্রতি বছর ঈদের নতুন বস্ত্র বিতরণ, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণসহ নানামুখী সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আসন্ন ঈদুল আযহা নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ বারের ঈদের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় করার এবং জামাতে ইমামতির দায়িত্ব পূর্বের ন্যয় বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। বিকল্প ইমাম হিসেবে মুফতি মুহাম্মদ নুরুন্নবীকে রাখার সর্বসম্মত সিদ্ধান্তও গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৩টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল আযহা নামাজের সময়সূচি এবং ঈমাম পূর্বের ন্যায় স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গত ঈদুল ফিতর ২০২৪ এর আয়ব্যয় হিসাব পেশ করেন কমিটির ট্রেজারার সালেহ আহমেদ সুলেমান এবং উক্ত হিসাব উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি অনুমোদন করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি আলহাজ্ব শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, এড. মাহবুব উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান, আলহাজ্ব ইরফান আলী ভূইয়া, ডা. মো. আকতার হোসেন ভুট্টো, মো. আশরাফুজ্জামান আশরাফ, টি. এম মাহবুব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মো. সাইফুদ্দিন, ডা. এস এম রবিউল হোসাইন, মাওলানা আবদুল মাবুদ চৌধুরী, অ্যাড. মারুফ বিন কাশেম, মওলানা হাবিবুল্লাহ, মো. সিরাজুল ইসলাম, মুফতি মো. নুরুন্নবী, শওকত ওসমান, জামাল উদ্দিন সিকদার, শাহজাদা মো. আহসান উল্ল্যাহ খান, ডা. এম এ ফজল, ডা. মো. এহতেশামুল হুদা, মুফতি ওবায়দুল্লাহ মাহমুদ, জুনায়েদ, মো. আনিসুল ইসলাম, মো. নাইম, মো. সুমন, মো. এরশাদ, মো. শফি, মো. সাজারুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতথ্য-প্রযুক্তির সময়ে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধভূমি ব্যবস্থাপনা সহজীকরণে সরকার সময়োপযোগী উদ্যোগ নিয়েছে